আবারও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবিরে করোনাভাইরাস হানা দিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই তারকা মার্কো ভেরাত্তি এবং আব্দু দিয়ালো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।

বর্তমানে আইসোলেশনে আছেন তারা দুইজন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দলের ব্রাজিলিয়ান তারকা নেইমার। সুস্থও হয়েছেন তিনি। এবার ক্লাবের আরও দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে।

আগামী রোববার (৩১ জানুয়ারি) লিগে লরিয়েন্তের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে থাকছেন না ভেরাত্তি-দিয়ালো। ফ্রান্সের স্বাস্থ্যবিধি অনুযায়ী, তাদের সাতদিন আইসোলেশনে থাকতে হবে।

ফরাসি লিগ ওয়ানে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে পিএসজি। পিএসজির চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁও।