ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এবার তাদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজদের মুখোমুখি হয়েছে বিসিবি। নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রান করে উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।
যার ফলে ৯৭ রানের লিড নিয়ে মাঠে নামে ক্যারিবীয়রা। উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন সাইফ হাসান। ৯৮ বলে ৬৮ রান করা জন ক্যাম্পবেলকে ফেরান সাইফ। তিনি ৯টি চার হাঁকিয়েছেন।
ক্যাম্পবেলকে ফিরিয়ে ১২৯ রানের জুটি ভাঙলেন সাইফ। এরপর ৪ রান করা জার্মেইন ব্ল্যাকউডকেও সাজঘরে ফিরিয়েছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন কাইল মায়ার্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৩৫.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান।