টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল।

গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না।

ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচসহ কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকরা তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় চরম দুর্ভোগের শিকার হন।

মহিউদ্দিন রাসেল জানান, ফেরি চলাচল শুরু হওয়ার পর অগ্রাধিকার ভিতিত্তে যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।