মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন মাঠে গড়ায়নি ফুটবল। এর ফলে অধিকাংশ ক্লাবই আর্থিক সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতেও বিশাল অঙ্কের আয় করেছে বার্সেলোনা।

‘দ্য ডিলোইট ফুটবল মানি লিগ’-এর জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ২০টি ক্লাবের মধ্যে শীর্ষে আছে বার্সেলোনা। তালিকায় দুইয়ে আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

২০১৯-২০ মৌসুমে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা। সব মিলিয়ে অঙ্কটা ৭১৫.১ মিলিয়ন ইউরো। বার্সার চেয়ে অল্প কিছু ব্যবধান রিয়ালের। তারা আয় করেছে ৭১৪.৯ মিলিয়ন ইউরো।

এ তালিকায় তিনে আছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা আয় করেছে ৬৩৪.১ মিলিয়ন ইউরো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮০ মিলিয়ন ইউরো আয় করে চারে আছে।

এ তালিকায় পাঁচে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলায় বড় অঙ্কের আয় হয়েছে তাদের। তারা আয় করেছে ৫৫৮ মিলিয়ন ইউরো।

শীর্ষ দশে থাকা বাকি দলগুলো হল- ম্যানচেস্টার সিটি (৫৪৯.২ মিলিয়ন ইউরো), পিএসজি (৫৪০.৬), চেলসি (৪৬৯.৭ মিলিয়ন ইউরো), টটেনহ্যাম (৪৪৫.৭ মিলিয়ন ইউরো) এবং জুভেন্টাস (৩৯৭.৯ মিলিয়ন ইউরো)।