দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহার আনামকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে দারুস সালাম থানা পুলিশ।

জানা যায়, এবিএম মাজহার আনামের (৫০) স্ত্রী ফিরোজা পারভীন(৪৩) মামলার বাদী হয়ে সোমবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানায় নারী নির্যাতন ও যৌতুক নিরোধ আইনের মামলা করেন।।

এবিএম মাজহার আনামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই রিয়াজ উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (খ) ধারায় মাজহারুল আনামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সে মামলায় আমরা গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করেছি।