রিয়াল মাদ্রিদের পঞ্চম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাচো ফার্নান্দেস। নাচো করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।
করোনা পজিটিভ একজনের সঙ্গে থাকার কারণে কোপা দেল রে’র ম্যাচে আলকোয়ানোর বিপক্ষে ছিলেন না নাচো। যদিও একদিন আগে তিনি করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট নেগেটিভ এসেছিল।
দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করিয়েছেন নাচো। এবার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তিনি। রিয়ালের ভিতোরিয়াতে আলাভেসের বিপক্ষেও ম্যাচেও দেখা যাবে না নাচোকে।
কোচ জিনেদিন জিদানের মত তাকেও মাঠের বাইরে থাকতে হচ্ছে। কেননা জিদানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে রিয়ালের এদের মিলিতাও, এডেন হ্যাজার্ড, কাসেমিরো ও লুকা জোভিচ করোনায় আক্রান্ত হয়েছিলেন।