দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন মারা গেছেন। গতকাল ২০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১ জনে।
এছাড়াও নতুন করে আরও ৬০২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত হয়েছিল ৪৭৩ জন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনের।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৬ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।