রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় দুর্বৃত্যদের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক আব্দুর রহমান জানান, ভ্যান চালিয়ে হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা লোকজন আহত ওই ব্যক্তিতে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপর একাই হাসপাতালে নিয়ে আসেন তিনি। এর বেশি তিনি কিছু জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই আব্দুল খান জানান, নিহতের বাম পায়ে ৩টি ছুরিকাঘাত ও বাম হাতেও ছুরির আঘাত আছে।
তিনি আরও জানান, এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে কালো সুয়েটার ও প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।