মহামারি করোনা ভাইরাসে প্রথমবার যুক্তরাজ্যে ভেন্টিলেশনে থাকা মরণাপন্ন করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়ালো।জায়গা হচ্ছে না আইসিইউ’তে। বাধ্য হয়ে আইসিইউ’তে চিকিৎসা রাখতে হবে এমন অন্তত ১০ শতাংশ রোগীদের রাখা হচ্ছে সাধারণ বেডে।
এপ্রিলে মহামারি করোনা ভাইরাসের শুরুতে এতোটা বেসামাল পরিস্থিতিতে পড়েনি ব্রিটিশ হাসপাতালগুলো। তখন একই সময়ে ব্রিটেনে ভেন্টিলেশনে ছিলেন সর্বোচ্চ ৩ হাজার ৩’শ করোনা রোগী।
গত দু সপ্তাহে প্রতিদিন সংক্রমণের তুলনায় মৃত্যুহার প্রায় ৫ শতাংশ; যা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে শঙ্কা প্রশাসনের। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়েও রোগীর চাপ সামলাতে পারছে না। গুরুতর অসুস্থ অনেককেই বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। মারাও যাচ্ছেন তাদের অনেকে।
এদিকে, রয়্যাল লন্ডন হসপিটালে ১৫ তলাবিশিষ্ট মর্গের ১২টি জুড়ে কেবল করোনা রোগীদের মরদেহ।