দুইজনই বিশ্ব ফুটবলের সেরা তারকা। একজন ক্রিস্টিয়ানো রোনালদো এবং অন্যজন লিওনেল মেসি। তবে মেসি এবার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পথেই হাঁটলেন।

সৌদি আরবের একটি লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি। এর আগে রোনালদোও এই প্রস্তাব ফিরিয়ে দেন। নিজেদের নতুন প্রচারণা ক্যাম্পেইন ‘ভিজিট সৌদি’র অংশ হিসেবে সৌদি আরবের পর্যটন বোর্ড তাদের একটি প্রস্তাব দিয়েছিল।

সৌদি আরবের পর্যটন বোর্ডের প্রচারণায় ক্রীড়া জগতের বড় বড় তারকাদের এতে যুক্ত করতে চাইছে দেশটি। এরই ধারাবাহিকতায় রোনালদোকে এই প্রস্তাব দেওয়া হয়।

এই প্রচারণার বিনিময়ে রোনালদোকে বছরে ছয় মিলিয়ন ইউরো অফার করা হয়েছিল। যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ কোটি টাকা! কিন্তু এই প্রস্তাব নাকচ করে দেন রোনালদো।

এবার মেসিও এই প্রস্তাব না করে দিয়েছেন। তবে মেসিকে কেমন অংক প্রস্তাব করা হয়েছিল, তা জানা যায়নি।