অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে এসছে ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বিআইডব্লিউটিসি কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদীর উপর কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা আরো বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৫টি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। পরে ভোর ৪টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।