নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গেছেন একই পরিবারের ৪ জন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার মাসুম মিয়া, তার স্ত্রী সীমা বেগম এবং দুই প্রতিবন্ধী ছেলে রাসেল মিয়া (১২) ও রহমত উল্লাহ (৯)।

এ বিষয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার উদ্দীপন ভক্ত জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। নিহত মাসুম মিয়ার স্ত্রী সীমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন

তিনি আরও জানান, বিদ্যুতের তার ছিঁড়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এজন্য সবাইকে আরও সচেতন হতে হবে।