আবারো শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দেশের আকাশে মেঘাচ্ছন্ন থাকায় বুধ ও বৃহস্পতিবার প্রায় সারাদেশেই রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং আজ ও কাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরো জানায়, আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো পৃথিবীতে সরাসরি প্রবেশ করতে পারবে না। যার ফলশ্রুতিতে সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে। এই দু দিন দেশের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি ঝড়িয়ে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি মাসে ২-১টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। অধিদপ্তরের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।