ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এসময় আরো ২৫ জন আহত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল টোল প্লাজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১জন পুরুষ ও ২ জন নারী। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, বাসটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসে। বগাইল টোল প্লাজায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় আরো ২৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।