করোনার প্রভাবে চলতি ২০২১ সালের আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় পিছিয়ে ১৭ মার্চ করা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। তাই এবারের বাণিজ্যমেলা স্থগিত থাকছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবার বাণিজ্যমেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রপ্তানি উন্ন্যয়ন ব্যুরোর বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না।
তবে বাণিজ্য মেলার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন জানান, বুধবার (২০ জানুয়ারি) জানা যাবে আসলেই কি মেলা হবে কিনা।
উল্লেখ্য, ২৫ চবছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে একটি অস্থায়ী মাঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী এই মেলার আয়োজন করেন।