আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী ১১ দফা কর্মসূচীর মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান।

তিনি শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন করেন স্বাধীনতাজামী মানুষজন। একই বছরের ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ৬ দফা ও ছাত্রজনতার ১১ দফা দাবী নিয়ে সারাদেশের রাজপথে নেমে আসে মানুষজন।

এরপর সংঘটিত হয় ৬৯-এর গণ অভ্যুত্থান। যার ফলে পতন হয় স্বৈরাচারী সরকারের। আরেক ক্ষমতা লোভী ইয়াহিয়া ক্ষমতায় এসে ঘোষণা দেয় সাধারণ নির্বাচনের।

৭০-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে পায় অভূতপূর্ব বিজয়। কিন্তু ইয়াহিয়া ক্ষমতা ছাড়তে নাড়াজ হওয়ায় শুরু হয় মুক্তিযুদ্ধ। যার মাধ্যমে বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে পরিচিতি পায় বাংলাদেশ।

দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ আসাদ দিবসটিকে যথাযত মর্যাদায় পালন করে আসছে। এ উপলক্ষে নানা কর্মসুচীও গ্রহণ করা হয়েছে।