দ্বিতীয় ধাপে সারাদেশে ৬০ পৌরসভায় গেল শনিবার (১৬ জানুয়ারি)নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬১ পৌরসভায় ভোট গ্রহনের কথা থাকলেও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র প্রার্থী মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশনার ঐ পৌরসভার ভোট স্থগিত করেন।

অনুষ্ঠিত ২য় ধাপের ৬০ পৌরসভা নির্বাচনেও সবচেয়ে বেশি জয়ী হয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্ধীরা। অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত নব-নির্বাচিত মেয়রদের তালিকা বার্তাবাজারের হাতে এসেছে।

নৌকার মেয়র প্রার্থীরা ৬০ পৌরসভার মধ্যে ৪২টিতে বেসরকারি ফলে জয়ী হয়েছেন। তবে ২য় স্থানে অবস্থান করছে স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন ৬ পৌরসভায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫জন। জাসদ ও জাতীয় পার্টি থেকে জয়ী হয়েছেন ২জন। এদিকে স্থগিত রয়েছে ২ পৌরসভার নির্বাচন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে ৪ জন।

এদিকে নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন দাবি করলেও অনিয়মের অভিযোগে বাগেরহাটের মোংলা, ম‌েহেরপু‌রের গাংনী, পাবনার ঈশ্বরদী, রাজশাহীর ভবানীগঞ্জ ও কিশোরগঞ্জের কুলিয়াচরে ভ‌োট বর্জন করেছে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা।