দেশে চলমান শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অঞ্চলে বয়ে চলছে শৈত্য প্রবাহ। এ অবস্থায় দেশে আসছে এ বছরের প্রথম বৃষ্টিবলয়।

আবহাওয়া অধিদফতর বলছে, চলমান শীতের প্রকোপ ও শৈত্য প্রবাহ এ মাসের বাকি সময় ধরে অব্যাহত থাকতে পারে। (সোমবার ১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশের আকাশে জলীয় বাষ্প ও মেঘ বেড়ে যেতে পারে। যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থেকে হালকা বা মাঝারি আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, সোমবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা নাও বাড়তে পারে। কারণ কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি অব্যাহত থাকবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। তাই এই মাসে শৈত্যপ্রবাহ ও শীত অব্যাহত থাকবে।