রাজধানীর বিমানবন্দর এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
নিহতরা হলেন, মো. আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারীকা। সোমবার (১৮ জানুয়ারি) সকালে বিমানবন্দরের পদ্মাওয়েল গেটের পূর্ব পাশে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম গণমাধ্যমকে বলেন , ‘ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আজমেরী নামের বাসটি ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলেরে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই নিহত হন।
এসআই মশিউর আলমআরো বলেন, মোটরসাইকেলের আরোহী আকাশ ইকবালের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে। তার বাবার নাম শেখ জাফর ইকবাল। তারা ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় থাকতেন।
এ ঘটনার বিষয়ে পুলিশ জানায় সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করা হয়েছে কিন্তু বাস চালক পালিয়েছে। কিন্তু এই ঘটনায় কোন মামলা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।