১০ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৮ জানুয়রি) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেছে দৌলতদিয়া ফেরিঘাটের বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি।
এসময় তিনি বলেন, রবিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার ফলে দীর্ঘ ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টার থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো বলে, রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকতে। এতে ফেরির মার্কিং বাতি স্পষ্ট দেখা যায় না। এতে দূর্ঘটনা এড়াতে পদ্মার মাঝ নদীতে ৩টি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছিলো। এখন চলাচল স্বাভাবিক হয়েছে। এসকল যানবাহনকে ধীরে ধীরে ক্রমোন্বয়ে পাড় করা হবে বলে জানান তিনি।