গত ১ সেপ্টেম্বর ২০২০ রাত ৯ টার পরে জিনিয়া হারিয়ে যাওয়ার ৭ দিন পর তাকে ডিবি পুলিশ উদ্ধার করে।
আবারও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গত শুক্রবার রাত ৯ টার পরে জিনিয়া ফুল বিক্রি না করে বসে থাকে তখন ওর মার বকা দিলে অভিমান করে ঢামেকের দিকে হাটতে থাকে। পরবর্তীতে রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে নিউমার্কেটগামী রাস্তায় যেতে দেখেছে। এরপর আর ও ফিরে আসে নাই। আজ সকালে জিনিয়ার মা কল দিয়ে আমাদের এই তথ্য নিশ্চিত করে। এর আগে আমরা জিনিয়ার পাশে ছিলাম। ওরে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এবারও আপনাদের সাথে নিয়ে ওকে খুঁজে পেতে চাই
উল্লেখ্য, আগামী সপ্তাহে জিনিয়ার পরিবার বাড়িতে চলে যাওয়ার কথা। আর বাড়িতে থাকার সম্পূর্ণ ব্যাবস্থা করবে স্বপ্ন পাঠশালা।জিনিয়া ছোট্ট একটা মিষ্টি মেয়ে। টিএসসিতে ফুল বিক্রি করে। ওর মা আর ছোট বোনের সাথে টিএসসি সংলগ্ন এটিএম বুথের সামনে থাকে। যারা টিএসসি আসেন বা যারা ফেসবুক চালান সবার কাছেই জিনিয়া পরিচিত মুখ। আসুন সবাই মিলে ওরে খুঁজে বের করি। আর যাতে ওদের ঢাকা থাকতে না হয় সেই সুযোগ করে দেই।
যোগাযোগঃ
01765787180 (জিনিয়ার আম্মা)
01717715712 (রানা প্রতিনিধি স্বপ্ন পাঠশালা)।