২য় দফায় ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৭ জানুয়রি) পৌনে ১০টায় দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, শনিবার (১৬ জানুয়ারী) রাত দুই টার দিকে ঘন কুয়াশা ফলে কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর আজ রোববার ভোরে ফেরি চলাচল শুরু করলে কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ২ দফায় দীর্ঘ ৮ ঘন্টার অধিক সময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে দৌলতদিয়া প্রান্তে শত শত যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছে। এসকল যানবাহনকে ধীরে ধীরে ক্রমোন্বয়ে পাড় করা হবে বলে জানান তিনি।