৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে বসার আয়োজন করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত এক প্রেক ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করা হয।

আরেকটি বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্নিষ্ট সকলকে স্বাস্থ্য বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে এই ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আন তারই প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড বসবে।