আগামী ২৬ জানুয়ারি দেশে টিকা আসছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামুসুল হক। রোববার(১০ জানুয়ারি) তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, ‘রোববারই জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় থেকে।’

জানা গেছে, ভারতের সেরাম ইন্সটিটিউট উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ আসার কথা রয়েছে।

এদিকে টিকা কবে আসছে, সেই বিষয়ে সোমবার বিকেল ৪টায় ভ্যাকসিন ইস্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খুরশিদ আলম ব্রিফিং করবেন।