গরমের প্রকোপ শেষ হতে চলেছে। তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সোমবার(১১ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতে আসতে পারে শৈত্যপ্রবাহ। যা ২-৩ দিন স্থায়ী হতে পারে। এ ছাড়া মাসের শেষের দিকে আরও একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।
আবহাওয়া অফিস জানায়, হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির এক প্রতিবেদনও বলছে, মাঘে বেশ ভালোভাবেই জেঁকে ধরবে শীত। জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।