অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে খুব একটা ভালো অবস্থায় নেই ভারত। মাঠে লড়াইয়ের পাশাপাশি তাদের লড়তে হচ্ছে মাঠের বাইরেও। অস্ট্রেলিয়ার দর্শকদের একের পর এক বর্ণবাদী মন্তব্যের শিকার হচ্ছে ভারতীয় খেলোয়াড়রা।

সিডনি টেস্টের তৃতীয় দিন বর্ণবাদের শিকার হন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। আজ চতুর্থ দিনেও বর্ণবাদের শিকার হন সিরাজ। এরপর সেই দর্শকদের মাঠ থেকে বের করে দেয় পুলিশ।

অস্ট্রেলিয়ায় ভারতের খেলোয়াড়দের প্রতি এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির অধিনায়ক বিরাট কোহলি। বর্ণবাদের প্রতি ঘৃণা প্রকাশ করে অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি।

টুইটারে এক টুইট বার্তায় কোহলি লিখেন, বর্ণবাদী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনে বারবার লজ্জাজনক অনেক মন্তব্য করা হয়েছে। উশৃঙ্খল আচরণের নিকৃষ্টতম নিদর্শন এটা। ক্রিকেট মাঠে এরকম ঘটনা সত্যিই কষ্টের।

তিনি আরেক টুইট বার্তায় লিখেন, দ্রুত তৎপরতা এবং গুরুত্বের সঙ্গে এ ধরনের ঘটনাগুলোকে দেখতে হবে। অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিৎ, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করার সাহস না পায়।