দেশের আলোচিত ইসলামিক বক্তা হিসাবে ব্যাপক জনপ্রিয় মিজানুর রহমান আজহারী এবার বলিউডের সুপারস্টার সালমান খানকেও ছাড়িয়ে গেলেন।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিজের ভেরিফাইড ফেসবুকে জানিয়েছিলেন তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সবাইকে সেটায় সাবস্ক্রাইবার হওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়। সাথে দেওয়া হয় চ্যানেলের লিংক।
তিনি এই পোস্ট করার ১৮ দিনের মধ্যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় ১০ লাখেরও বেশি। এই মাইলফলক গড়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দ্রুততম সময়ে ১০ লাখ সাইবস্ক্রাইবার অর্জনের দ্বিতীয় রেকর্ডধারী সালমান খানকেও ছাড়িয় যান তিনি। নায়ক সালমান খান ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে সময় নিয়েছিলেন ২৩ দিন।
এদিকে মিজানুর রহমান আজহারী তার নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার একদিনের মধ্যে কোনো ভিডিও পোস্ট না করেই পেয়ে যান দেড় লক্ষাধিক সাবস্ক্রাইবার। যা বিশ্বের আর কারো নেই।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, ইউটিউবে আজহারীর নিজস্ব চ্যানেলে এখন ভিডিও সংখ্যা ৩। সবগুলো ভিডিওই দশ লক্ষাধিক দর্শক দেখেছেন।