রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় ধর্ষণের পর মারা যাওয়া ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী আনুশকার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে জানাজা শেষে গোপালপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আনুশকার দাফন শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আনুশকা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারদিনের কঠোরতম শাস্তি দাবি করেন তারা। এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং কেউ যাতে এমন অপরাধ করার সাহস না দেখায়, সে জন্য সব অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, গ্রুপ স্টাডি করতে বৃহস্পতিবার বিকালে কলাবাগানে বন্ধু ইফতেখার দিহানের বাসায় যায় আনুশকা। সেখানে ধর্ষণের শিকার হয়ে প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে যাওয়ার পর নিজের গাড়িতে করে আনুশকাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায় দিহান।
হাসপাতালে আনুশকা মারা গেলে তার বাড়িতে ফোন করে জানায় দিহান। এরপর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য দিহান ও তার কয়েকজন বন্ধুকে আটক করা হয়।