গলা ও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ। আর তাই গলা ও ঘাড় খোলা থাকার কারণে রোদে পুড়ে কিংবা অবহেলায় গলা-ঘাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর এই দাগ মন খারাপে কারণ হয়ে দাড়ায়।
চিন্তার কারণ নেই গলা-ঘাড় ও বগলের দাগ দূর করার কিছু টিপস জেনে নেওয়া যাক।
১. চন্দনের গুড়ার সঙ্গে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন। তার হালকা গরম পানি দিয়ে প্যাক করুন। তারপর এই প্যাকটি গলা-ঘাড়ে মাখুন। তার ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।
২. একটি অ্যালোভেরা পাতা থেকে জেল নিন। তারপর জেলটি ঘাড়-গলায় ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর শুকয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।