বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শরীরে সফলভাবে পেসমেকার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এই পেসমেকার স্থাপন করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যকে জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের শরীরে স্থায়ী পেসমেকার স্থাপন করা হয়েছে।

পেসমেকার হলো এমন একধরনের ডিভাইস যা অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরের ওপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং তা বজায় রাখে।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদের শরীরে পেসমেকার স্থাপনের পর তার স্ত্রী দেখা করেছেন তার সাথে এবং কথা বলেছেন। মওদুদ সাহেব আগের চেয়ে সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিউ) ভর্তি করা হয়।