জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো দেশটির আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ট্রাম্প সমর্থকরা হামলা করার কয়েক ঘণ্টার মধ্যে এমন ঘোষণা দিলো মার্কিন কংগ্রেস।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশনে বাইডেনকে প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেয় দেশটির আইন প্রণেতারা। এ অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আগামী ২০ জানুয়ারি বাইডেনকে শপথ গ্রহণের অনুমতি দিয়েছে মার্কিন কংগ্রেস। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান আইন প্রণেতারা।

সিনেটে পেনসেলভেনিয়া ও জর্জিয়ায় বাইডেনের জয়ের ব্যাপারে আপত্তি পোষণ করলে তা বাতিল করা হয়। রিপাবলিকানরা নাভানডা, মিশিগারেন ও অ্যারিজোনার ভোটের ফলাফল বাতিলের দাবি করলে বিতর্কের আগেই সে দাবি প্রথ্যাখাত হয়ে যায়। মর্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার কারণে উৎসব মুখোর পরিস্থিতি দাঙ্গায় রূপ নেয়।

মার্কিন কংগ্রেস থেকে হামলাকারীদের পুলিশ সরিয়ে ফেলার পর আবার এ অধিবেশন শুরু হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই নিয়মতান্ত্রিক অধিবেশন পরিচালোনায় বিঘ্ন ঘটেছিল।