মার্কিন ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছেন ট্রাম্প সমর্থকরা। এ অধিবেশনে গোলাগুলিরও খবর পাওয়া যায়।

জানা যায়, যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ইলেকটোরাল কলেজের ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে তা প্রত্যয়ন করার প্রক্রিয়া চলছিল তখন ট্রাম্প সমর্থকরা নিরাপত্তা বেষ্টনি ভেঙে ক্যাপিটলের ভেতরে ঢুকে গোলাগুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন।

এ পরিস্থিতিতে সন্ধ্যা ৬টা থেকে ওয়াশিংটন ডিসির মেয়র কারফিউ ঘোষণা করেন।

এর আগে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। তাদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ।

এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, “এটা পুরোপুরি অসুস্থ এবং হৃদয় বিদারক দৃশ্য। রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোন দেশে এ ধরণের ঘটনার মাধ্যমে নির্বাচনের ফলকে বিতর্কিত করা হয়- আমাদের গণতান্ত্রিক, প্রজাতন্ত্রে এর কোন স্থান নেই।”