মার্কিন ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছেন ট্রাম্প সমর্থকরা। এ অধিবেশনে গোলাগুলির মতো ঘটনা ঘটে।

এসব ঘটনায় ক্ষুব্দ ও বিরক্ত হয়ে হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব সারাহ ম্যাথিউস নিজেই নিজের পদ থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দেন। তার এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনে দায়িত্ব থেকে আমি সম্মানিত হয়েছি এবং আমরা যে নীতিমালা তৈরি করেছি তাতে আমরা গর্ববোধ করি।

তিনি আরো যোগ করে বলেন, কংগ্রেসে কাজ করা ব্যক্তি হিসেবে আজ যা দেখেছি, তাতে আমি গভীরভাবে বেদনাদায়ক ও বিরক্ত হয়েছি।

ম্যাথিউস জানান, নিজের ইস্তফা খুব শিগগিরই কার্যকর হবে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন।

ম্যাথিউস তার এক টুইট বার্তায় লিখেন, হোয়াইট হাউসে থেকে দেশের সেবা করা এটি বিরাট সম্মানের বিষয়। সব জায়গার শিশুর জন্য ফার্স্টলেডির গৃহীত পদক্ষেপে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত।