কিশোরগঞ্জের ইটনায় বিষাক্ত পটকা মাছ খেয়ে লনা মালাকার (৫০) ও তার স্ত্রী সঞ্চিতা মালাকারের (৪৫) মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের তিন মেয়ে। মঙ্গলবার (৫ জানুয়ারি) উপজেলার মৃগা ইউনিয়নের পুর্ব গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গত মঙ্গলবার (৫ জানুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে পটকা মাছের তরকারি দিয়ে ভাত খান। কিছুক্ষণ পরে সবাই অসুস্থ হয়ে পড়েন। ওইদিন মাঝরাতে বাড়িতেই মারা যান লনা মালাকার। পরদিন (বুধবার) বাকিদের গুরুতর অসুস্থ অবস্থায় ইটনা হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হয়।

পরে তাদেরকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এখনও তাদের তিন মেয়ে আশঙ্কজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তারা হলেন, সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।