চরফ্যাসনে অপহৃত ১০ জেলের পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা।

সোমবার রাতে মেঘনা নদীতে মাছ ধরার সময় ৮টি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। এদিকে মানসিকভাবে ভেঙে পড়েছে স্ত্রী,ছেলে সন্তানসহ জেলেদের পরিবারের অন্যান্য সদস্যরা।

মঙ্গলবার দুপুরে জেলেদের স্বজন কামাল মাঝি ও শাহে আলম বার্তা বাজারকে জানান, মেঘনা নদীতে মাছ ধরতে গেলে সামরাজ, খেজুর গাছিয়া ও পাঁচ কপাট এলাকার ৮টি নৌকাসহ ১০ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। তারা মোবাইল ফোনে ১০ জেলের পরিবারদের কাছ থেকে জন প্রতি ৮০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে।

এ বিষয়ে চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বার্তা বাজারকে জানান, বিষয়টি শুনেছি। অপহৃত জেলেদের পরিবারদের কাছ থেকে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।