বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদের আহমেদের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে মওদুদ আহমেদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে এই বোর্ডের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসকরা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তার স্বাস্থ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান।

ব্যারিস্টার মওদুদের একান্ত সচিব মমিনুর রহমান সুজন জানান, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মওদুদ আহমেদ। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার ও দল।