আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হল- নাখালপাড়া এলাকার সমগ্র পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং, পশ্চিম নাখালপাড়া। এসব এলাকায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সকল প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য ওই এলাকাগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস থাকবে না।