আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে ১৯ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই শুনানির তারিখ ধার্য ছিল।
গত ২৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত দ্বিতীয় ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিশেষ জজ শেখ হিফজুর রহমান শুনানির পরবর্তী দিন ধার্য করেছিলেন ৫ জানুয়ারি।
২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। কানাডার প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ আনা হয় তার নামে।
২০১৮ সালের ৫ মে বেগম খালেদা জিয়াসহ মোট ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় আদালতে। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা দুর্নীতির কথা বলা হয়।