বীর মুক্তিযোদ্ধা ও মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ইন্তেকাল করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২ জানুয়ারি) ভোরে এই সংগ্র্রামী নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
উল্লেখ্য, আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক এবং ব্যাপক ভূমিকা পালন করেছেন। তিনি তার শিক্ষা জীবন শেষে অধিকারহীন নারীদের অধিকার রক্ষার্থে সর্বদা নিজকে নিয়োজিত রেখেছিল। তার বিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ নারী অধিকার বা নারী আন্দোলনের এক অপরুণীয় ক্ষতির সম্মূখীন হতে হলো।
তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। মৃতের মরদেহ সকাল ৮.৩০টায় সেগুন বাগিচাস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে। এরপর তার মরদেহ আবার নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে বলে জানা গেছে।