আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর আরও জানান, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। তাছাড়াও উত্তর জনপদের বিভিন্ন স্থানে টানা ২ সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও ২ দিন হবে।

কুয়াশা আর হিমেল হাওয়ায় দূর্ভোগে জীবনযাপন করছেন এসব এলাকার নিম্ন আয়ের মানুষগুলো। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এদিকে, শীত ও ঘন কুয়াশার কারণে বিভিন্ন জেলায় শাক-সবজির ক্ষেত ও ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া হাসপাতাল গুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।