১৫ জানুয়ারির পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, নয়তো খোলা হবেনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)নতুন বছরের নতুন বই বিতরণের ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামীকাল ১ জানুয়ারি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ৩ দিন করে মোট ১২ দিন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১ জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।