বছরের শেষ দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ৪ হাজার মৃত্যু হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি।
ওয়াল্ডমিটারের তথ্যানুযায়ী, ৩১ ডিসেম্বর সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ লক্ষ ১২ হাজার ৪৬ জনের। মোট শনাক্ত হয়েছে ৭ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ২৭৬ জন।
এছাড়া মোট সুস্থ্য হয়েছে ৫ কোটি ৮৮ ণক্ষ ৬১ হাজার ৮০০ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।