স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে এইবারের মুখোমুখি হয় বার্সেলোনা। ছুটিতে থাকায় এই ম্যাচে ছিলেন না বার্সা অধিনায়ক লিওনেল মেসি। মেসিবিহীন বার্সার বছরের শেষ ম্যাচটিতে জয় পাওয়া হয়নি।

১-১ ব্যবধানে ড্র নিয়েই বছর শেষ করতে হয়েছে তাদের। এই ড্রয়ে লা লিগার পয়েন্ট টেবিলের নিচে নেমে গেল বার্সা। এই ম্যাচের আগে বার্সা পাঁচে ছিল। ১৫ ম্যাচে সাত জয়ে ২৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয় নম্বরে আছে তারা।

এইবারের বিপক্ষে খেলায় সমর্থকদের হতাশ করেছে বার্সেলোনার খেলোয়াড়রা। একের পর এক গোল মিসের সাথে খেলোয়াড়দের ছোট ছোট ভুলে জয়বঞ্চিত হয়েছে বার্সা।

পুরো ম্যাচের প্রায় তিন-চতুর্থাংশ সময় বল নিজেদের দখলে রাখে বার্সা। এই ম্যাচে বার্সার জয়ের হার সবচেয়ে বেশি ছিল (৯১.৭%)। কিন্তু এইবারের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেলো তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মাঝমাঠে বল হারান আরাউজো। সেখান থেকে আক্রমণে গিয়ে নিখুঁত শটে বার্সার জালে বল পাঠান এনরিক গার্সিয়া মার্টিনেজ। তবে গোল শোধরাতে বেশি সময় নেয়নি বার্সা। ওসমানে দেম্বেলের গোলে সমতায় ফেরে বার্সা। এরপর কোনো দলই গোলের দেখা পায়নি।