ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেছেন রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন দুলু।
বুধবার (৩০ ডিসেম্বর) তার আবেদনকৃত মামলা আমলে নিয়ে মেয়র সাঈদ খোকনসহ ৩ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
জানা যায়,রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ দোকানের বৈধতার কথা বলে টাকা নেয়ার অভিযোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।