আগামী বছর ২০২১ সাল। বছরের শরুতেই রয়েছে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা। মঙ্গলবার ২৯ ডিসেম্বর রাতে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার পারভীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, এখন যেহেতু কুয়াশা পড়তেছে,তাই শীত তুলনামূলক ভাবে একটু বেশি অনুভূত হচ্ছে। এরপরে একাধিক শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে।
আগামী দুই দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপরে তাপমাত্রা আবার কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভাগীয় শহর খুলনাসহ তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল, খেপুপাড়া, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল ও মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, গতকাল মঙ্গলবার সারা দেশ মাঝারি আকারের ঘন কুয়াশায় ঢেকে ছিল। দিনের বেলা সূর্য উকি মারার দেখা মিললেও বিকালের পর থেকে শীত অনুভূত হয়।