বাজারে যখন দেশী পেঁয়াজ উঠা শুরু করেছে। কৃষকরা মুনাফার স্বপ্ন দেখছে ঠিক তখন ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

দীর্ঘ তিন মাস পর ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ পেয়াজ রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়,আগামী বছরের শুরু থেকে পেঁয়াজ রপ্তানি করতে পারবে ভারত। কিন্তু পেঁয়াজের কেজি বা টন কত করে দাম হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানায় নি।

এর আগে হঠাৎ করে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকা স্বত্তেও বিভিন্ন কারণ দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত।

সর্বশেষ জানা যায়, পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দিয়েছে ভারত সরকার এই বিষয়টির কথা ভারতের রপ্তানিকারকরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের আমদানিকারকদের।