দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা শরনার্থী। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) জাহাজে করে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে।
এর আগে, সোমবার(২৮ ডিসেম্বর) রাতে ৩০টি বাসে করে ভাসানচরগামী ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বিএফ শাহীন কলেজের মাঠে এসে পৌঁছায়।
সরকারি বিভিন্ন সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় যেসব রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন তাদের মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে যারা ১ম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন।
গত ২ ডিসেম্বর ১ম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা শরনার্থী স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। তারাই সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভাসানচরের পরিস্থিতি দেখিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।