কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে করোনা পজিটিভ যাত্রী বাংলাদেশে এসেছে। শুকবার (২৫ ডিসেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, কাতার এয়ারওয়েজের কিউআর-৪১৯ নাম্বার বিমানের একটি ফ্লাইটে করে মোহাম্মাদ মুন্না নামের করোনা পজেটিভ ওই যাত্রী দেশে ফিরেন। পরে স্বাস্থ্য পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

করোনা পজেটিভ ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। একই সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ ৫ লাখ টাকা জরিমানা করেছে কাতার এয়ারওয়েজকে।