বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। এখানে প্রতি ২ মাসে একেকটি ঋতু পরিবর্তন হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন আসে। আর সেই সাথে অনেকে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়।
মাথায় রাখবেন সর্দি-কাশি, জ্বর মানেই করোনা নয়! ঋতু পরিবর্তণের সময় এই উপসর্গগুলো অনেকেরই দেখা দেয়! তাই বলে করোনায় আক্রান্ত তা ভাবা ভুল। এই সর্দি-কাশি সামান্য ওষুধ সেবনে দ্রুত সুস্থ হয়ে যায়।
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই আমাদের দেশেও হুহু করে বাড়ছে সংক্রমণের হার। ঋতু পরিবর্তিন হচ্ছে সাথে আবহাওয়া। আর এতে অনেকেরই সর্দি-কাশিতে খারাপ অবস্থা শরীরের। তার ওপর মাথাব্যাথা, জ্বর তো আছেই। সুতরাং এটা মনে রাখতে হবে যে, সর্দি-কাশি মানেই করোনা নয়। এতে ভয় পাওয়ার কিছু নেই।
এ অবস্থায় সামান্য সর্দি-কাশি দেখলেই মানুষ আড়চোখে তাকায়। সর্দি-কাশি সারানোর জন্য প্রতিদিন সকালে খালি পেটে দু’কোয়া কাঁচা রসুন আর কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাবেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সচেতন থাকতে হবে।