প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার(২৩ ডিসেম্বর) তিনি অসুস্থ্যতা বোধ করলে তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেছেন, তিনি মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।
তিনি আরও জানান, ইহসানুল করিম দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।